দিল্লিতে বাড়ানো হয়েছে লকডাউন

“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
ভারতের রাজধানী নয়াদিল্লিতে লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে ৩১ মে পর্যন্ত করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এ ঘোষণা দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
কেজরিওয়াল আরও জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণের হার কমতে থাকলে জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হবে আগামী ৩১ মে থেকে।
গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৬০০ জনের করোনা শনাক্ত হয়েছে। পাশাপাশি করোনা শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ২.৫ শতাংশে। কেজরিওয়াল জানান, আমি অনেকের সঙ্গে পরামর্শ করেছি, সবাই লকডাউন বাড়ানোর পক্ষে মত দিয়েছে। তাই দিল্লি সরকার লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।