চতুর্থ দফায় ক্ষমতায় বাশার আল আসাদ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

প্রায় এক দশকের গৃহযুদ্ধ। মার্কিনসহ পৃথিবীর বড় পরাশক্তিগুলোর আধিপত্য বিস্তারের যুদ্ধে বলি হয়েছে সিরিয়ার সাধারণ মানুষ। এর মধ্যে দেশটিতে গতকাল বুধবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফলাফল হাতে না এলেও নির্বাচনী সমীকরণ বলছে জয়ী হয়ে চতুর্থবারের মতো ক্ষমতায় আসছেন বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ।

বার্তা সংস্থা এএফপি’র এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রায় এক দশক জুড়ে চলা এ গৃহযুদ্ধে তিন লাখ ৮৮ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এবারের নির্বাচনে আসাদের বিপক্ষে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। যারা ছিলেন, পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়েছেন। আর আসাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা অঞ্চলগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।

অর্থাৎ তার সামনে কোনো চ্যালেঞ্জ নেই। সে কারণেই ধারণা করা হচ্ছে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে এ নির্বাচনে মোটামুটি নিশ্চিতভাবেই জয়ী হচ্ছেন আসাদ।

নির্বাচনকে অর্থবহ করতে দেশটির প্রভাবশালী নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো জ্যেষ্ঠ কর্মকর্তাদেরও ভোট দিতে যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছেন তারা।

ভোটগ্রহণ বন্ধ হওয়ার ৪৮ ঘণ্টা পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে আশা করা হচ্ছে।