ভারতে করোনা আক্রান্ত পৌনে ৩ কোটি ছাড়ালো

নিউজ ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর মিছিলে বেসামাল ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৫৫৪ জন। এই সময়ে সেখানে আক্রান্ত শনাক্ত হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৭০০ জনের বেশি মানুষ। অন্যদিকে ব্রাজিলে করোনার প্রকোপ এখনও তীব্র।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এর মধ্যে ভারতে এই ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ৭৫ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ৩ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। গত ৫ এপ্রিল থেকে ভারতে প্রতিদিন লাখের বেশি সংক্রমণ শনাক্ত হচ্ছে।
এদিকে ভারতের রাজধানী দিল্লিতে একদিনে ১৫৩ জনের ‘ব্ল্যাক ফাংগাস’ বা ‘কালো ছত্রাক’ শনাক্ত হওয়ার পর একে মহামারী ঘোষণা করা হয়েছে। দিল্লির উপ-রাজ্যপাল অনিল বাইজাল এপিডেমিক ডিজিজেস আইনের অধীনে বৃহস্পতিবার এই মহামারী ঘোষণার দেন বলে এনডিটিভি জানিয়েছে।
করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের রাজধানীতে সম্প্রতি মিউকরমাইকোসিস রোগে, যা সাধারণভাবে কালো ছত্রাক হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে এই ছত্রাকে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বরাত দিয়ে এনডিটিভি জানায়, বুধবার পর্যন্ত দিল্লিতে ৬২০ জনের কালো ছত্রাকের সংক্রমণ ধরা পড়ে। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৭৭৩ জনে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনার সংক্রমণ কিছুটা কমে এসেছে। একদিনে সেখানে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪ হাজার ৩০০ জন আর প্রাণ হারিয়েছে ৬৩০ জন। এনিয়ে দেশটিতে মোট এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হলো ৩ কোটি ৩৯ লাখের বেশি, আর প্রাণ হারিয়েছে ৬ লাখ ৭ হাজারের বেশি।
ব্রাজিলে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬৬ হাজারের ৭০০ মানুষ আর প্রাণ হারিয়েছে দুই হাজার ১৩০ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৩ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে ৪ লাখ ৫৬ হাজার জন।
একদিনে বিশ্বে ৫ লাখ ৩৭ হাজার নতুন আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৯৬ লাখ আর একদিনে ১১ হাজার ৬০০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা ৩৫ লাখ ২৪ হাজার ছাড়িয়েছে।