আগ্নেয়গিরি বিস্ফোরণ; কঙ্গোতে পানি সঙ্কটে ৫ লাখ মানুষ - Southeast Asia Journal

আগ্নেয়গিরি বিস্ফোরণ; কঙ্গোতে পানি সঙ্কটে ৫ লাখ মানুষ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে সুপেয় পানির সঙ্কটে পড়েছেন প্রায় ৫ লাখ মানুষ। নাইরাগঙ্গো পর্বতে আগ্নেয়গিরি বিস্ফোরণের পর এ সঙ্কট তৈরি হয়েছে।

দাতব্য প্রতিষ্ঠান ডক্টরস উইদাউট বর্ডাস সতর্ক করে বলেছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরের দ্রুত নিরাপদ খাবার পানি সরবরাহ করা উচিত। না হলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

গত ২২ মে নাইরাগঙ্গো পর্বতে আগ্নেয়গিরি বিস্ফোরণে জলাশয় ও পানি সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়। এখনো অনেকে বাড়ি ফিরতে পারেননি। লাখ লাখ মানুষ চার্চ, স্কুল, মসজিদ ও সড়কে আশ্রয় নিয়েছেন।

কঙ্গোতে ডক্টরস উইদাউট বর্ডাসর প্রধান মাগালি রাউদাত বলেছেন, আমরা বাস্তুচ্যুত মানুষকে সহায়তা করছি। তবে তা যথেষ্ট নয়। তাদের সাহায্যে এগিয়ে আসতে আমরা অন্য দাতব্য প্রতিষ্ঠানগুলোকেও আহ্বান জানাচ্ছি।