এক যুগ পর নেতানিয়াহুর শাসনের অবসান হচ্ছে

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে বিরোধীদলগুলো। গতকাল বুধবার দেশটির প্রধান বিরোধী দল ইয়েশ আতিদের নেতা ইয়ার লাপিদ আট দলের জোট সরকার ঘোষণা করেছে। এর মধ্য দিয়ে ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনের অবসান হতে যাচ্ছে।

মধ্যপন্থি ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়াইর লাপিদ এক বিবৃতিতে, আট দলের নতুন জোট গঠনের কথা ঘোষণা করেন। তবে সরকার গঠনে এখনো পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে তাদের। চুক্তি অনুযায়ী ডানপন্থি ইয়ামিনা দলের নাফতালি বেনেট প্রথম দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

তবে, জোট সরকার যদি সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেতে ব্যর্থ হয়, তবে দুই বছরের মধ্যে পঞ্চম বারের মতো নির্বাচনের পথে হাঁটবে দেশটি।

বিবৃতিতে লাপিদ বলেন আরো বলেন, চুক্তির বিষয়ে তিনি প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে জানানো হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে ইসরায়েলের সব নাগরিকদের জন্য কাজ করবে এই সরকার। নতুন সরকার তাদের সব বিরোধীদের প্রতি সম্মান দেখাবে এবং সবাইকে ঐক্যবদ্ধ রাখতে সাধ্যমতো সবকিছু করবে। একই সঙ্গে ইসরায়েল সমাজের সব অংশকে একসঙ্গে সংযুক্ত করবে। সংবাদ মাধ্যম বিবিসিতে এমনটাই জানিয়েছে।

গত মার্চে ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসনে জয়লাভ করে। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজন আসন পায়নি দলটি। অনেক চেষ্টার পরও জোট সরকার গঠনে ব্যর্থ হয় দলটি। এদিকে নেতানিয়াহু এই জোটের সাথে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে এখনো আগ্রহী।

ওই নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ আসন পায় নেতা ইয়ার লাপিদের মধ্যপন্থী দল ইয়েশ আতিদ। লাপিদ সাবেক টিভি উপস্থাপক এবং প্রগতিশীল, মধ্যপন্থী। নেতানিয়াহুর দল জোট সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর সরকার গঠনের জন্য ইয়েশ আতিদ পার্টিকে আমন্ত্রণ জানান প্রেসিডেন্ট। এ জন্য ২৮ দিন সময় দেওয়া হয়েছিল দলটিকে। কিন্তু গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ১১ দিনের হামলায় ওই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়।