বাংলাদেশকে ৭০ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র
 
                 
নিউজ ডেস্ক
বাংলাদেশকে ৭০ লাখ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার এমনটা জানিয়েছেন মার্কিন সিনেট হাউজের মেজরিটি লিডার চাক শুমার। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশে দেয়ার জন্য ৫০ কোটি টিকা কিনেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ৭০ লাখ টিকা বাংলাদেশের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে।
নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশি আমেরিকান সোসাইটির মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সিনেটের মেজরিটি লিডার ও নিউইয়র্ক থেকে নির্বাচিত সিনেটর চাক শুমার।
নিউইয়র্কের জ্যামাইকায় বাংলাদেশি আমেরিকান সোসাইটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাক শুমার বলেন, ৭০ বরাদ্দ থাকলেও বাংলাদেশ সরকারের উচিত হবে মার্কিন প্রশাসনের কাছে আরো বেশি টিকা চাওয়া।
রোহিঙ্গা ইস্যুতে শুমার বলেন, লাখ লাখ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবিকতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই শরনার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যা যা করা দরকার তাই করা হবে। রোহিঙ্গা ইস্যূতে যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, অভিবাসীরা যুক্তরাষ্ট্রের জন্য আশীর্বাদ। বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে আরো বেশি অভিবাসী নিতে চায় বর্তমান সরকার। শুধু তাই নয়, ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে নাগরিকত্ব দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে। এছাড়া নিউইয়র্কের কলেজ ট্রাস্ট্রি বোর্ডে একজন বাংলাদেশি প্রতিনিধি দেয়ার ঘোষণা দেন সিনেটর চাক শুমার।
