পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ ঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের একটি সংগঠন। দীর্ঘদিন ধরে এই সংগঠনটি পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে কাজ করে আসছে।
বর্তমানে সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজ মুর্শিদ ত্বকী। আর সম্পাদকের দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ ইরফানুল হক। সংগঠনটি বরাবরের মতো সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থেকে সংগঠনকে উত্তরোত্তর অগ্রগতি নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর।
এই ব্যাপারে সংগঠনের বর্তমান সভাপতি মিনহাজ মুরশীদ বলেন, পাহাড়ের শিক্ষার্থীদের ন্যূনতম যদি কোনো ধরনের সহযোগিতা করা যায় এটাই হচ্ছে আমাদের সংগঠনের সার্থকতা। আমরা পাহাড়ের শিক্ষার্থীদের সহযোগিতা করতে কাজ করছি বাকিটা আপনারা বিচার করবেন।
অন্যদিকে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইরফানুল হক বলেন, বিভিন্ন ধরণের সামাজিক এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি শিক্ষার্থীদের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে নিরন্তর।। সেই সাথে সংগঠনটি স্বপ্ন দেখে একটি অসাম্প্রদায়িক পাহাড় গড়ার।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও খাগড়াছড়ি সরকারী কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনটির পথচলা শুরু হয়। বর্তমানে ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সৈয়দ মোঃ হাশিম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ মনির হোসেন, বেসরকারী টেলিভিশন চ্যানেল যমুনা টিভির বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেন, চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরাফাতুর রাকিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র আইপিই বিভাগের ছাত্র মোঃ মহিউদ্দিনসহ অন্যান্যরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।