রাঙামাটিতে পিআইও অফিসে ইউপি সদস্য খুনের ঘটনায় আটক ১, অর্ধদিবস হরতালের ডাক
 
                 
নিউজ ডেস্ক
গত ২৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে ডুকে রুপকারী ইউনিয়ন পরিষদের সদস্য সমর বিজয় চাকমাকে গুলি করে হত্যা মামলায় আসামী রুপায়ন চাকমাকে আটক করেছে নিরাপত্তাবাহিনী।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ১৫ জুন মঙ্গলবার বিকালে উপজেলার মাচালং বাজার থেকে রুপায়ন চাকমাকে আটক করে নিরাপত্তাবাহিনী। পরে সন্ধায় বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত রুপায়ন চাকমা ইউপিডিএফ(প্রসিত) সমর্থিত সাজেক ইউনিয়নের পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)র সভাপতি।
এদিকে, দলীয় আটকের প্রতিবাদে ১৬জুন বুধবার সকাল ৬ থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ।
ইউপিডিএফের (প্রসীত) সাজেক ইউনিটের পাহাড়ি ছাত্র পরিষদের সদস্য কালোবরন চাকমা ও এল্টু চাকমা যৌথ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে। হরতাল প্রতিরোধে পুলিশের পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
