উখিয়ায় ইয়াবা পাচারকারীদের সাথে বিজিবির গোলাগুলি, ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

উখিয়ার গোলডেবার পাহাড়ে ইয়াবা পাচারকারীদের সাথে বিজিবির গোলাগুলি হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এসময় ইয়াবা পাচারে জড়িত ৬ জন মিয়ানমারের দিকে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ইয়াবা।

এ তথ্য জানিয়েছেন, কক্সবাজারের ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক আমিনুল ইসলাম।

তিনি জানান, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গোলডেবার পাহাড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক দুপুর দেড়টার দিকে ইয়াবা পাচারকারী ৬ জন ব্যাক্তি বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে বিজিবি টহল দলের উপর অতর্কিতভাবে গুলি বর্ষণ করতে থাকে। এ অবস্থায় টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে সাত রাউন্ড পাল্টা গুলি চালালে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে টহল দল ওই স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে আনুমানিক ২ দুই লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।