চীনে একশ কোটি মানুষকে টিকা দেয়ার মাইলফলক!

Morgantown, WV - 16 December 2020: Small bottle of coronavirus vaccine with syringe with background of the Chinese company Sinopharm logo
নিউজ ডেস্ক
একশ কোটি মানুষকে টিকা দেওয়ার মাইলফলক পার করলো চীন। দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা রোববার এ তথ্য জানান। এদিকে, বিশ্বে কমেছে করোনায় একদিনে মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছে ৬ হাজার ২শ জন। নতুন শনাক্ত হয়েছে ২ লাখ ৯৫ হাজার।
এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩৮ লাখ ৮১ হাজার, এ পর্যন্ত আক্রান্ত ১৭ কোটি ৯২ লাখের বেশি। ভারতে একদিনে মারা গেছে ১ হাজার ১১৩ জন, নতুন শনাক্ত ৫৩ হাজার। একদিনে ১০ লাখ ৩০ হাজার টিকার ডোজ প্রয়োগ করে নতুন রেকর্ড করেছে অন্ধ্রপ্রদেশ।
তবে, টিকার স্বল্পতার জন্য পশ্চিমবঙ্গে আজ থেকে গুরুত্ব বুঝে টিকা প্রয়োগ শুরু করতে যাচ্ছে রাজ্য সরকার। ব্রাজিলে বুধবার মৃত্যু হয়েছে সাড়ে ৯শ জনের। দেশটিতে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৪৪ হাজার।