রামগড় সীমান্তে বিজিবি-বিএসএফ অফিসার্স পর্যায়ে ডকুমেন্টারী হস্তান্তর
![]()
নিউজ ডেস্ক
খাগড়াছড়ির পার্বত্য জেলার রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৪৩ ব্যাটালিয়ন এর আয়োজনে রামগড়ের মহামুনি এলাকায় বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু ১ এর উপর ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ এর সাথে অফিসার্স পর্যায়ে ডকুমেন্টস হ্যান্ডওভার প্রোগাম অনুষ্ঠিত হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২জুন) বেলা ১২টার সময় বিজিবির আহবানে বিজিবি-বিএসএফ অফিসার্স পর্যায়ে ডকুমেন্টস হ্যান্ডওভার প্রোগামটি অনুষ্ঠিত হয়।
এসময় বিজিবি’র পক্ষে নেতৃতত্ব দেন দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম এর অপারেশন ডাইরেক্টর লে. কর্ণেল আসাদুজ্জামান, এছাড়া রামগড় জোন অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল মাযহারসহ বৈঠকে বিজিবির আরো ১৩জন পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপরদিকে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার এর অফিসার অরুন কুমার বর্মন সাথে বিএসএফ এর আরো ১১ জন কর্মকর্তা বৈঠকে অংশ নেন।
রামগড় জোন অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল মাজহার জানান, বৈঠকের মাধ্যমে বিজিবি- বিএসএফ শীর্ষ পর্যায়ে সম্প্রতি চট্টগ্রামে ভার্চুয়ালি অনুষ্ঠিত একটি বৈঠকের ডকুমেন্টারী অফিসার্স পর্যায়ে আনুষ্ঠানিকভাবে হ্যান্ডওভার করা হয়েছে।