সীমান্তে পারাপার, ডেল্টা ধরন ছড়ানোর শঙ্কা
 
                 
নিউজ ডেস্ক
করোনার ভারতীয় ডেল্টা ধরন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ার শঙ্কা থাকলেও নিয়ন্ত্রণে আসেনি সীমান্তে অবাধ যাতায়াত। শেরপুর সীমান্ত দিয়ে এখনও প্রতিনিয়ত চোরাই পথে আসছে ভারতীয় গরু। এর ফলে, সীমান্তবর্তী এ জেলায় করোনার ভারতীয় ডেল্টা ধরন ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
ভারতে অবাধ যাতায়াতের কারণে কুড়িগ্রামেও সংক্রমণ উর্দ্ধমুখি। শেরপুরের নালিতাবাড়ী, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলা ভারতের সীমান্তঘেঁষা। এসব উপজেলায় শতাধিক ব্যক্তি নানা ধরনের চোরাকারবারির সাথে যুক্ত। কোরবানির ঈদকে সামনে রেখে তাই প্রতিনিয়ত বাড়ছে গরু চোরাচালানসহ অবৈধ চলাচল। বাড়ছে করোনা ঝুঁকিও।
অবৈধ পণ্য কিনতে বিজিবির চোখ ফাঁকি দিয়ে দিনে-রাতে, কাঁটাতার ডিঙিয়ে ভারতে পাড়ি দেয় চোরাকারবারীরা। করোনা স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে ভারতীয় গরু নিয়ে ফেরেন দেশে। দুই দেশের মধ্যে এমন অবাধ যাতায়াতে করোনার ‘ভারতীয় ডেল্টা ধরন’ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার শঙ্কায় পুরো জেলা।
অবশ্য এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি বিজিবি। তবে, অবৈধ যাতায়াতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের।
অবাধ চলাফেরার কারণে সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামেও বাড়ছে করোনা সংক্রমণ। এক সপ্তাহের বেশি সময় ধরে সেখানে শনাক্তের হার ৪০ শতাংশের উপরে। এছাড়া সীমান্তবর্তী অন্যান্য জেলাগুলোতেও দিনদিন বাড়ছে করোনার সংক্রমণ। এবিষয়ে এখনো যদি সঠিক ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে দেশে ভারতীয় ডেল্টা ধরণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে অচিরেই।
