নাইজেরিয়ায় পুলিশ কর্মকর্তার গুলিতে প্রাণ গেল পাঁচজনের - Southeast Asia Journal

নাইজেরিয়ায় পুলিশ কর্মকর্তার গুলিতে প্রাণ গেল পাঁচজনের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইজেরিয়ায় এক পুলিশ কর্মকর্তার গুলিতে প্রাণ হারিয়েছেন দেশটির পাঁচ বেসামরিক নাগরিক। আহত হয়েছেন আরও চারজন। গত রোববার দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় এনুগু শহরে এ ঘটনা ঘটে।

রাজ্য পুলিশের মুখপাত্র ড্যানিয়েল এনডুকে জানান, এক পুলিশ কর্মকর্তা রোববার এনুগুর একটি আবাসিক এলাকায় প্রবেশ করে মানুষজনের দিকে আচমকা গুলি ছুড়তে শুরু করেন।

গুলিবিদ্ধদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম হওয়া পাঁচজনকে পরে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

হামলাকারী পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি কেন এই কাণ্ড ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

গত কয়েক মাসে দক্ষিণপূর্ব নাইজেরিয়ায় নিরাপত্তা কর্মকর্তাদের ওপর হামলা বেড়ে গেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন।