বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের ৭ জেলেসহ একটি ভাসমান ট্রলার উদ্ধার

নিউজ ডেস্ক
সেন্টমার্টিন দ্বীপের অদূরে ছেড়াদিয়া এলাকার বঙ্গোপসাগর থেকে ভাসমান অবস্থায় মিয়ারমারের সাতজন জেলেসহ একটি ট্রলার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। তাদের ওই এলাকায় নজরদারিতে রাখা হয়েছে।
গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশনের একটি বিশেষ টহল দল সেন্টমার্টিনের ছেড়াদিয়ার কাছাকাছি বঙ্গোপসাগর থেকে উদ্ধার করা হয়েছে।
এ তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর গোয়েন্দা পরিদপ্তর শাখার ( মিডিয়া কর্মকর্তা ) লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আমিরুল হক।
উদ্ধার হওয়া ৭ জেলে হলেন-আব্দুর শুকুর (২৫), মোহাম্মদ হোসন (৩৫) , আব্দুল হাকিম (২২), মোহাম্মদ হাসিম (৩০) , আবুল হোসেন (৩২) , টমং (৩০) ও মোহাম্মদ সাদেক (২৫)। তারা সকলেই মিয়ানমারের আকিয়াব জেলার গোয়ালহাটি বাসিন্দা বলে জানা গেছে।
কোস্টগার্ড সূত্র জানায়, আজ বুধবার সন্ধ্যায় বিসিজি সেন্টমার্টিন ষ্টেশনের একটি টহল দল ছেড়াদিয়ার কাছাকাছি বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের একটি মাছ ধরা ট্রলার উদ্ধার করা হয়েছে। উদ্ধার জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত শনিবার মিয়নমারের ৮৮ নং ভুতের ডেইল এলাকা থেকে একটি ট্রলারে ৭জন জেলেসহ মাছ ধরার জন্য সমুদ্রে আসেন। ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে তারা ভাসতে ভাসতে সেন্টমার্টিনের ছেঁড়াদিয়ার কাছাকাছি চলে আসে। আজ বুধবার সন্ধ্যার দিকে বিসিজি স্টেশন সেন্টমার্টিনের টহল দল তাদেরকে উদ্ধার করে এবং ট্রলারটি নোঙ্গরে রাখা হয়েছে। কোস্টগার্ড সেন্টমার্টিনের বিশেষ দল তাদের কড়া নজরদারির পাশাপাশি পানি ও শুকনা খাবার দিয়ে মানবিক সহায়তা করছেন।
লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) আমিরুল হক বলেন, ভাসমান অবস্থায় উদ্ধার মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আগামীকাল ব্যবস্থা নেওয়া হবে।