চীনে মার্শাল আর্ট সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৮ - Southeast Asia Journal

চীনে মার্শাল আর্ট সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৮

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চীনের হেনান প্রদেশের এক মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮ জনের প্রাণহানি ও ১৬ জন আহত হয়েছেন। আজ শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত তিনটায় এখানে আগুন লাগে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। খবর রয়টার্স এর।

জানা গেছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। এই দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখতে এরই মধ্যে মাঠে নেমেছে হেনান প্রদেশের প্রশাসন। এরই মধ্যে প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। তবে তদন্তের স্বার্থে মার্শাল আর্ট কেন্দ্রটির নাম জানানো হয়নি।