বান্দরবানে দুঃস্থ ও অসহায়দের চিকিৎসার্থে সেনাবাহিনীর অনুদান প্রদান

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য জেলা বান্দরবানে দুঃস্থ ও অসহায়দের চিকিৎসার্থে অনুদান প্রদান করেছে সেনাবাহিনীর বান্দরবান রিজিয়ন। ২৯ জুন সকালে রিজিয়ন সদরে এ অনুদান বিতরণ করা হয়।

সূত্র জানায়, সম্প্রতি বান্দরবান জেলায় বসবাসরত কিছু দুঃস্থ ও অসহায় পরিবার চিকিৎসা সেবার স্বার্থে আর্থিক সহায়তার জন্য রিজিয়ন কমান্ডার বরাবর আবেদন করেন। এরই প্রেক্ষিতে সকালে রিজিয়ন সদরে ৭টি পরিবারের মাঝে ২৭ হাজার ৫শত টাকা এবং ক্যান্সার, করোনা ও অন্যান্য চিকিৎসাস জন্য রোগীদের মাঝে ৪০ হাজার টাকা বিতরণ করা হয়। এসময় মানবিক সহায়তার এসব অর্থ তুলে দেন রিজিয়নের জিএসও-২ মেজর মুহাম্মদ এরশাদ উল্লাহ।

এ সময় রিজিয়ন সদর দপ্তর এর অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী যে পার্বত্য চট্রগ্রামে বসবাসরত বাঙ্গালীসহ সকল ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্বক সহায়তা প্রদান করে আসছে, এ সহযোগীতা তারই একটি উজ্জল দৃষ্টামত। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীসহ সকল জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।