রাঙামাটিতে করোনায় কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর মানবিক সহায়তা প্রদান
 
                 
নিউজ ডেস্ক
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে সারাদেশে চলছে সর্বাত্নক লকডাউন। আর এতে কর্মহীন হয়ে পড়েছে দেশের নিম্ন আয়ের মানুষজন। এসব নিম্ন আয়ের মানুষজনকে মহামারিকালীন সময়ে মানবিক সহায়তার অংশ হিসেবে সারাদেশের মতো রাঙামাটিতেও ত্রাণ সহায়তা করে আসছে সেনাবাহিনী।
এরই ধারাবাহিকতায় জেলার বিলাইছড়িতে দুর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনী কর্তৃক করোনা মহামারীতে বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার বিলাইছড়ি উপজেলায় কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সর্বাত্মক লকডাউনে অসহায় পরিবারের মাঝে আজ (১২ জুলাই) সকালে মানবিক সহায়তা প্রদান করে সেনাবাহিনীর বিলাইছড়ি জোন।
এদিন, জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন এর নেতৃত্বে মানবিক সহায়তা প্রদান করা হয়। উক্ত মানবিক সহায়তা প্রদানকালে ক্যাপ্টেন বদরুল হুদা আকরামের উপস্থিতিতে সকালে বিলাইছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকা ১নং ইউনিয়নের অন্তর্ভূক্ত সাক্রাছড়ি এলাকায় ৩০ প্যাকেট এবং দিঘলছড়ি ডাউন পাড়ায় ২৫ প্যাকেট মানবিক সহায়তা প্রদান করা হয়।
মানবিক সহায়তার এসব প্যাকেটে প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম চিনি এবং ১ কেজি তৈল সর্বমোট ৫৫ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, দেশের কঠিন সময়ের এ ক্রান্তিলগ্নে এলাকার অসহায় জনগণ সেনাবাহিনীর নিঃস্বার্থ এ সহযোগীতায় অত্যন্ত খুশি।
