রাঙামাটির দূর্গম পাহাড়ী এলাকায় সেনাবাহিনীর ত্রাণ সামগ্রী বিতরণ
![]()
নিউজ ডেস্ক
করোনা মহামারিতে পার্বত্য জেলা রাঙামাটির দূর্গম পাহাড়ী এলাকায় কর্মহীন, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।
জেলার বিলাইছড়িতে মঙ্গলবার বিকেলে বিলাইছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকা ১নং ইউনিয়নের অন্তর্ভূক্ত বিলাইছড়ি দেবার মাথা এলাকায় ১০ প্যাকেট, বিলাইছড়ি মুন পাড়ায় ১০ প্যাকেট এবং বিলাইছড়ি বাজার এলাকায় ১০ প্যাকেট সর্বমোট ৩০ টি পরিবারের মাঝে ৩০ প্যাকেট মানবিক সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ইসরাত হোসেন, ক্যাপ্টেন বদরুল হুদা আকরামসহ সামরিক পদস্থ কর্মকর্তারা।
প্রতিটি পরিবারের জন্য এসব মানবিক সহায়তার প্যাকেটে ছিলো ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ৫০০ গ্রাম লবণ, ৫০০ গ্রাম চিনি এবং ১ কেজি তৈল।
উল্লেখ্য, দেশের কঠিন সময়ের এ ক্রান্তিলগ্নে এলাকার অসহায় জনগণ সেনাবাহিনীর নিঃস্বার্থ এ সহযোগীতায় অত্যন্ত খুশি।