দেশে করোনায় আরও ২২০ জনের প্রাণহানি, শনাক্ত ছাড়ালো সব রেকর্ড - Southeast Asia Journal

দেশে করোনায় আরও ২২০ জনের প্রাণহানি, শনাক্ত ছাড়ালো সব রেকর্ড

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২২০ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৬ হাজার ৬৩৯ জনের। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩১.২৪ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭টি।

সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৭৬৮ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।