দেশে করোনায় আরও ২২০ জনের প্রাণহানি, শনাক্ত ছাড়ালো সব রেকর্ড
 
                “এখান থেকে শেয়ার করতে পারেন”
 
নিউজ ডেস্ক
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২২০ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৬ হাজার ৬৩৯ জনের। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩১.২৪ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৪ হাজার ৬৭টি।
সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১৩ হাজার ৭৬৮ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
