খাগড়াছড়িতে ১৮০ পরিবারের হাতে মানবিক সহায়তা তুলে দিলো সেনাবাহিনী - Southeast Asia Journal

খাগড়াছড়িতে ১৮০ পরিবারের হাতে মানবিক সহায়তা তুলে দিলো সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

করোনা পরিস্থিতি মোকাবেলায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়িতে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী।

বুধবার খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের উদ্যোগে সরকারি কলেজ মাঠে ১৮০ পরিবারের মাঝে এই ত্রাণ সহায়তা বিতরণ করে।

ত্রাণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল তৌফিকুল বারী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

সেনা কর্মকর্তারা বলেন, বিগত সময়ের মতো করোনা সংকট মোকাবেলায় দেশের মানুষের পাশে সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে আরও সতর্ক হতে হবে বলেও নির্দেশনা দেন সেনা কর্মকর্তারা।