এনডিসি কোর্সে অংশগ্রহণকারীদের সাথে রাঙামাটি জেলা পরিষদের মতবিনিময় সভা
নিউজ ডেস্ক
রাঙ্গামাটিতে সফররত ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ (এনডিসি) ২০২১ কোর্সে অংশগ্রহণকারী ৩৩জনের একটি প্রশিক্ষণার্থী দলের সাথে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ন্যাশনাল ডিফেন্স কলেজ, বাংলাদেশ কোর্সে অংশগ্রহণকারীরা পার্বত্য জেলা পরিষদগুলোর কার্যক্রম এবং পার্বত্য জেলার সামাজিক-রাজনৈতিক ও বিভিন্ন বিষয়ে জানতে চাইলে সকল বিষয়ে তাদের ধারণা প্রদান ও অবগত করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী ও পরিষদের সদস্যবৃন্দ।
সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, তিন পার্বত্য জেলা পরিষদগুলো বিশেষ আইন দ্বারা গঠিত। পার্বত্য শান্তি চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ধর্মীয় ও সমাজসেবার মতো মৌলিক বিষয় ছাড়াও ৩০টি হস্তান্তরিত বিভাগের মাধ্যমে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্য উন্নয়ন ও সামাজিক কল্যাণকর কাজে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদসমূহ বিশেষ অবদান রেখে চলেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এখানকার শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণের কথা চিন্তা করে বর্তমান সরকার এ জেলায় মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় স্থাপন করেছে। পাশাপাশি প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০শয্যা ও জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণের কাজ হাতে নিয়েছে।
অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের কার্যক্রমগুলো প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।
এসময় এনডিসি কোর্সের ৩৩ সদস্য বিশিষ্ট দলের দল প্রধান মেজর জেনারেল মোঃ রাশিদ আমিন এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ১১জন ব্রিগেডিয়ার জেনারেল, বাংলাদেশ নৌবাহিনীর ২জন কমোডোর, বাংলাদেশ বিমানবাহিনীর ২জন এয়ার কমোডোর, প্রশাসন ক্যাডারের ৪জন যুগ্মসচিব এবং বিদেশীদের মধ্যে দক্ষিণ সুদান সেনাবাহিনীর একজন মেজর জেনারেল, ভারতীয় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল, শ্রীলংকান এয়ার এবং নেভীর ২জন কমোডোর, মিশরীয় সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল, নেপাল ও নাইজেরিয়া সেনাবাহিনীর ২জন কর্ণেল মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
পরিষদের পক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য দীপ্তিময় তালুকদার, সদস্য বাদল চন্দ্র দে, সদস্য ঝর্ণা খীসা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান ও এনডিসি কোর্সের টিম লিডার একে অপরের কাছে শুভেচ্ছা স্মারক তুলে দেন।