রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গুলিসহ আটক ১ - Southeast Asia Journal

রাঙামাটিতে যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র-গুলিসহ আটক ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি সদরের জীবতলী থেকে যৌথবাহিনীর অভিযানে ২টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, গুলি, ওয়াকিটকি ও বিভিন্ন সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম অমল কান্তি চাকমা (৩৯), তিনি স্থানীয় ভৈরবানন্দ চাকমার ছেলে।

পুলিশ জানায়, রোববার দিনগত রাত আনুমানিক সাড়ে ১২টার সময় গোপন তথ্যের ভিত্তিতে রাঙামাটি সদরের জীবতলী ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে অমল কান্তি চাকমাকে আটক করে।

এ সময় তার ঘর থেকে ১টি এসএমজি, ১টি পিস্তল, ২৫ রাউন্ড এসএমজির তাজা গুলি, ১০ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ১টি ওয়াকিটকি, ৪টি দা, ১টি ছুরি, ২ সেট সেনাবাহিনীর পোশাক, ৫টি কম্বল, ৪টি মুঠোফোন ও ২টি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

এসআই নয়ন কুমার চক্রবর্তী জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।