ভাসানচরে কাজ করতে সেপ্টেম্বরে জাতিসংঘের চুক্তি - Southeast Asia Journal

ভাসানচরে কাজ করতে সেপ্টেম্বরে জাতিসংঘের চুক্তি

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সেপ্টেম্বর থেকে ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্পে কাজ শুরু করবে জাতিসংঘের শরণার্থী সংস্থা- ইউএনএইচসিআর। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবিরের মত একইরকম মানবিক সহায়তা নিশ্চিত করা হবে। আগামী সপ্তাহে সরকার ও ইউএনএইচসিআরের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হতে যাচ্ছে।
কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে।

আরও ৭০ হাজার রোহিঙ্গাকে পর্যায়ক্রমে সেখানে সরিয়ে নেবে সরকার। প্রথম দিকে ভাসানচর নিয়ে আপত্তি তুললেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছে ইউএনএইচসিআর। আগামী মাসেই সেখানে কাজ শুরু করতে যাচ্ছে সংস্থাটি।

রোহিঙ্গাদের জন্য অস্থায়ী এ আশ্রয়ণ প্রকল্প মডেল বলে দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, ভাসানচরে আপাতত এক লাখ রোহিঙ্গা থাকার ব্যবস্থা করা হলেও আন্তর্জাতিক সংস্থার সহায়তা পেলে এ প্রকল্প আরও সম্প্রসারণ করা সম্ভব।

ভাসানচর থেকে রোহিঙ্গাদের পালিয়ে যাওয়া প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যে কোন শিবির থেকে আশ্রিতদের পালিয়ে যাওয়ার প্রবণতা থাকে। এছাড়া, কোন মানবাপাচাকারী চক্র সেখানে সক্রিয় রয়েছে কি না তাও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।