সাতক্ষীরা সীমান্তে ৮ স্বর্ণের বারসহ যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
সাতক্ষীরা সীমান্তে আটটি স্বর্ণের বারসহ বিল্লাল হোসেন (৩৭) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।
রোববার (২৯ আগস্ট) সকালে জেলার তলুইগাছা সীমান্তের ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিল্লাল হোসেন ওই গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ভবানীপুর ঋষিপাড়া ওয়াবদা এলাকা থেকে ৮০ ভরি ওজনের আটটি স্বর্ণের বারসহ বিল্লাল হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৫৮ লাখ ৪০ হাজার টাকা। পরে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।