আফগানিস্তান থেকে আসা বিপুল পরিমাণ হেরোইন ভারতে জব্দ - Southeast Asia Journal

আফগানিস্তান থেকে আসা বিপুল পরিমাণ হেরোইন ভারতে জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

আফগানিস্তান থেকে আসা তিন টনের মতো হেরোইন, যার বাজার মূল্য ২৭০ কোটি মার্কিন ডলার ভারতের পশ্চিমাঞ্চলের একটি বন্দর থেকে জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয় দুই ভারতীয় পাচারকারীকে। জানা গেছে, পাউডারের কন্টেইনারে লুকিয়ে আনা হয় এসব মাদক। দ্যা গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

গুজরাটের মান্দ্রা বন্দরে কন্টেইনারের মধ্যে এসব মাদক খুঁজে পায় ভারতের রাজস্ব গোয়েন্দা দফতর (ডিআরআই)। চালানের একটি কন্টেইনারে প্রায় দুই হাজার কেজি এবং আরেকটিতে প্রায় এক হাজার কেজি হেরোইন রাখা ছিলো।

আফগানিস্তান থেকে আসা এসব মাদক প্রথম ইরানে পাঠানো হয়। সেখান থেকে গুজরাটে এসেছে বলে জানিয়েছে ডিআরআই।

ডিআরআই আরও জানিয়েছে, মাদক পাচারের ঘটনার সঙ্গে এক আফগান নাগরিকের সম্পৃক্ত থাকার তথ্য পাওয়া গেছে। যদিও এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

বিশ্বে সবচেয়ে হেরোইন উৎপাদন হয় আফগানিস্তানে এবং বিভিন্ন দেশে সরবরাহ হয় ৮০ থেকে ৯০ শতাংশ।