নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে বন্দুক ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার - Southeast Asia Journal

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে বন্দুক ও অস্ত্র তৈরীর সরঞ্জাম উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে একটি দেশীয় তৈরী একনলা লম্বা বন্দুক ও অস্ত্র তৈরীর বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করেছে।এসব অস্ত্রের সাথে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক নামের একজনের জড়িত থাকার সত্যতা পেয়েছে পুলিশ।

পুলিশ সুত্র জানায়, ২৮ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি অভিযানিক দল উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং লেদুখালের পাশে আবু বক্কর সিদ্দিকের দেখভালে থাকা রাবার বাগানের খামার বাড়ি থেকে উপরোক্ত অস্ত্র উদ্ধার ও অস্ত্র তৈরীী সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মুহাম্মদ মুহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন এসআই গোলাম মোস্তফা, এসআই নুরুল ইসলাম, এসআই অরুন কুমার চাকমা,পিএসআই চিংম বড়ুয়া,এসআই স্বর্গ বিজয় চাকমা ও এএসআই ইসমাঈল হোসেন সহ সঙ্গীয় ফোর্স।

এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এমনটাই নিশ্চিত করেন,নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।