টেকনাফে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”
নিউজ ডেস্ক
কক্সবাজারের টেকনাফের হ্নীলা চৌধুরী পাড়া পয়েন্টে অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোররাতে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগ উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে দেড় কোটি টাকা মূল্যমানের ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধাকৃত ইয়াবা পরবর্তীতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।