কক্সবাজারে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত, অস্ত্র উদ্ধার
নিউজ ডেস্ক
কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া সীমান্তে বিজিবি’র সাথে বন্দুকযুদ্ধে এক ইয়াবা কারবারি নিহত হয়েছে।তাৎক্ষণিক নিহত ইয়াবা কারবারির পরিচয় পাওয়া যায়নি। তবে এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশীয় তৈরী ১টি বন্দুক এবং ২টি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোররাতে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহাম্মদ দুপুরে জানান, মিয়ানমার থেকে একদল ইয়াবা পাচারকারী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আসতে পারে এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকায় বিজিবি’র সদস্য অবস্থান নেয়। এসময় ৪/৫জনের একটি দল আসতে দেখে তাদের গতিরোধ করার চেষ্টা করলে তারা বিজিবি’কে লক্ষ্য করে গুলি ছুড়লে বিজিবি পাল্টা গুলি চালায়। পরবর্তীতে ইয়াবা কারবারি পেছনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। মৃতদেহটি উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোলাগুলির ঘটনায় একজন বিজিবি’র সদস্য আহত হয়েছে, তাকে উখিয়া হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া রয়েছে বলে তিনি জানিয়েছেন।