খাগড়াছড়ির দুই উপজেলার ১০ ইউনিয়নে ভোট ১১ নভেম্বর - Southeast Asia Journal

খাগড়াছড়ির দুই উপজেলার ১০ ইউনিয়নে ভোট ১১ নভেম্বর

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাতটি ও গুইমারা উপজেলার তিনটি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র যাছাই বাছাই ২০ অক্টোবর।

এছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর ও ২৪ ও ২৫ অক্টোবর আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ২৭ অক্টোবর।

এছাড়া, আগামী ২রা নভেম্বর জেলার রামগড় পৌরসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হবার কথা রয়েছে।