কৃষকদের বিক্ষোভে উত্তাল ভারত, নিহত ৮
![]()
নিউজ ডেস্ক
ভারতের উত্তরপ্রদেশে দুই মন্ত্রীর সফরকে ঘিরে ছড়িয়ে পড়া সংঘর্ষে ৮ জন নিহত হয়েছে। রোববারের এই সংঘর্ষে নিহতদের মধ্যে ৪ জনই কৃষক। এদিকে আন্দোলনরত কৃষকদের মৃত্যুর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলেকে দায়ী করেছে কৃষকরা।
এদিকে নিহতের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার লক্ষ্মীপুর খেরিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র ও উপ-মুখ্যমন্ত্রী কেশব মৌর্যের সফরকে ঘিরে বিক্ষোভ করছিলেন কৃষকেরা।
সংযুক্ত কিষাণ মোর্চার দাবি, কৃষকদের ওপর দুটি গাড়ি উঠিয়ে দেয়া হলে, মারা যান দুজন। পরে ওই গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। কৃষক নেতাদের দাবি, দুই গাড়ির একটিতে ছিলেন অজয় মিশ্রর ছেলে। তবে এ অভিযোগ নাকচ করেছেন মিশ্র। এ ঘটনায় আজ থেকে বিক্ষোভ-কর্মসূচির ডাক দিয়েছে কৃষক ইউনিয়ন।