৮০টি সোনার বারসহ বিমানবন্দরের নিরাপত্তাকর্মী আটক - Southeast Asia Journal

৮০টি সোনার বারসহ বিমানবন্দরের নিরাপত্তাকর্মী আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৮০টি সোনার বারসহ সিভিল এভিয়েশনের এক নিরাপত্তাকর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। শনিবার সকালে গোয়েন্দা সংস্থা এনএসআই-এর সহযোগিতায় বেলাল উদ্দিন নামে ওই কর্মচারীকে আটক করা হয়।

জব্দ হওয়া সোনার বারের ওজন ৯ কেজি ২৮০ গ্রাম। এসব সোনার বারের বাজার মূল্য প্রায় সাড়ে ৫ কোটি টাকা। শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সুলতান মাহমুদ জানান, সকালে সোনার বারগুলো নিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন বেলাল। তার কাছে সোনার বারগুলো প্যাকেটে মোড়ানো অবস্থায় ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে তাকে তল্লাশী করা হলে তিনটি প্যাকেটে মোড়ানো ৮০টি সোনার বার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিমানবন্দরের শৌচাগারে পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বার পেয়েছেন বলে জানিয়েছেন আটক কর্মচারী। এ ঘটনায় আটক কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

এসব সোনার বার কোথা থেকে আনা হয়েছে, তা তাৎক্ষণিক জানাতে পারেননি কর্মকর্তারা।