আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলায় নিহত অর্ধশতাধিক
![]()
নিউজ ডেস্ক
আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। হতাহত আরো বাড়তে পারে। খানাবাদ বানদার এলাকার জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
তবে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার দাবি এই ঘটনায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে। গোজার-ই-সৈয়দ আবাদ নামের ওই মসজিদটি শিয়া মতাবলম্বীদের বলে জানা গেছে।
চিকিৎসকরা জানিয়েছে, হাসপাতালগুলোতে ক্রমেই রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ায় আশঙ্কা তাদের। হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও প্রাথমিক ভাবে ইসলামিক স্টেটস খোরাসানকে সন্দেহ করছে তালেবান। বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে তালেবানের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে মসজিদের ভিতর মরদেহ ছড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনার পর স্বজনরা মসজিদের সামনে জড়ো হন। তবে আরও হামলার আশঙ্কায় তাদের সরিয়ে দিয়েছে তালেবান।