পশ্চিমবঙ্গে উপনির্বাচন; ৪টিতেই জয়ী তৃণমূল
 
নিউজ ডেস্ক
পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার চার আসনের উপনির্বাচনের ভোট গণনা চলছে। চার আসনেই বিপুল ব্যবধানে এগিয়ে আছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। আসন ৪টি হলো উত্তর ২৪ পরগনার খড়দহ, নদীয়ার শান্তিপুর, কোচবিহারের দিনহাটা ও দক্ষিণ ২৪ পরগনার গোসাবা।
চূড়ান্ত জয় ঘোষণার আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, ‘আমি চার জয়ী প্রার্থীকেই অভিনন্দন জানাচ্ছি।
এটা মানুষের জয়। কারণ বাংলার মানুষ ঘৃণা এবং মিথ্যার রাজনীতির বিরুদ্ধে উন্নয়ন ও একতাকে বেছে নিয়েছেন। আমরা বাংলাকে ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ’
উত্তরবঙ্গের দিনহাটার পাশাপাশি নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দহ এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় বিশাল ভোটে এগিয়ে আছেন শাসক তৃণমূলের প্রার্থীরা।
তবে জয়ের পর দলীয় কর্মীরা যাতে বিজয় মিছিল না-করেন, সেই মর্মে স্পষ্ট নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
