ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহবান ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র - Southeast Asia Journal

ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহবান ইউপিডিএফ (গণতান্ত্রিক)’র

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

“সত্যের জয় অনিবার্য” শ্লোগানে প্রতিষ্ঠিত ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট -ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে খাগড়াছড়িতে। সোমবার সকালে জেলা শহরের মধুপুরস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা, সংগঠনের আত্মত্যাগী নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন, কেককাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে সংগঠনটি।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমা, সমাজ সেবক মনিষ দেওয়ান, জেএসএস (এমএন লারমা) নেতা সিন্ধু কুমার চাকমা, কিরণ চাকমাসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সমাজকর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় নেতারা এতে অংশ নেন।

সভায় বক্তারা, পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করাসহ সম্প্রীতি রক্ষার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থেকে নীরিহ জুম্ম জাতির অধিকার আদায় এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বক্তারা আরো বলেন, ষড়যন্ত্রকারীরা এখন জনবিচ্ছিন্ন। যারা মাতৃভূমিকে ষড়যন্ত্র করে তাদের অবস্থান এর চেয়ে ভালো হয় না। এ সময় ষড়যন্ত্রকারীদের ধিক্কার জানিয়ে হত্যা, চাঁদাবাজী ও রাজনীতির নামে লুটপাটের করে জুম্ম জাতির অধিকারের ধোঁয়া তুলে জুম্ম জাতির কাঁধে বন্দুক রেখে নিজের স্বার্থ হাঁসিলের চক্রান্ত সফল হবে না বলে হুশিয়ারী জানান সংগঠনটির নেতারা। বক্তব্যে সন্তু বাহিনী ও প্রসীত পন্থী ইউপিডিএফ হাত মিলিয়ে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ তোলেন নেতা-কর্মীরা।

এদিকে, বান্দরবানে প্রথমবারের মতো পালিত হয়েছে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। সকালে শহরের হিলভিউ কনভেনশন সেন্টারে এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক অমর চাকমা। এছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক শতাধিক নারী পুরুষ অংশ নেন।

বান্দরবান জেলা সভাপতি মংপ্রু মারমা হেডম্যানের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, পাহাড়ী ছাত্র পরিষদ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রয়েল চাকমা, বান্দরবান জেলা সভাপতি উচিং মারমা, সাধারণ সম্পাদক উবামং মারমা, সারসিং বমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচন সভায় বক্তারা বলেছেন, পাহাড়ে সন্ত্রাসের রাজত্ব আর একনায়ক কেন্দ্রিক শাসন ব্যবস্থা চাই না। সন্তু লারমা আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা বলে সুখে থাকলেও পাহাড়ের জুম্ম জনগণ শান্তিতে নেই।

বক্তরা আরও বলেন- ‘জুম্ম জনগণের শান্তি, উন্নয়নসহ আমাদের কর্মীদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। প্রয়োজনে প্রাণবিসর্জন দিয়ে হলেও পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবো। পাহাড়ী জনগোষ্ঠীর ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে সন্তু লারমা। জুম্ম জনগোষ্ঠীকে ব্যবহার করে পাহাড়ে চাঁদাবাজি ও ব্যবসা করলেও বৈশ্বিক মহামারীতে পাহাড়ী জনগোষ্ঠীর পাশে দাঁড়ায়নি তারা। সন্তু ও তার দল পাহাড়ের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করলেও চাঁদাবাজি করে কোটি কোটি টাকা লুটে নিচ্ছে।

পার্বত্য চট্টগ্রামে বিভেদ পন্থীদের নব্য ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের সংগ্রামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার উপর জোর দেওয়া হয় ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে।

উল্লেখ্য, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর খাগড়াছড়ি জেলা, বান্দরবান জেলা ছাড়াও রাঙামাটির কাপ্তাই, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, মানিকড়ি ইউনিটসহ পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা ইউনিটগুলো সংগঠনের কেন্দ্রীয় নেতা, জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারীদের উপস্থিতিতে উদয়াপন করেছে ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী।

প্রসঙ্গত, ২০১৭ সালে ১৫ নভেম্বর (বুধবার) সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সৃষ্টি হয় ইউপিডিএফ (গণতান্ত্রিক)।