২০২৫ সালে তথ্যপ্রযুক্তি খাত থেকে ৫০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা - Southeast Asia Journal

২০২৫ সালে তথ্যপ্রযুক্তি খাত থেকে ৫০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

২০২৫ সালে তথ্যপ্রযুক্তি খাত থেকে ৫০০ কোটি মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। আজ রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানিয়েছেন।

জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ লক্ষ্যমাত্রার কথা জানান।

প্রধানমন্ত্রী অনুষ্ঠানে আরও বলেন, বাংলাদেশে দুর্নীতির সংস্কৃতি চালু করেছিল বিএনপি। আমি সবসময় চেয়েছি কীভাবে বাংলাদেশকে উন্নত করা যায়, সামনে এগিয়ে নেওয়া যায়।