পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন সংশোধনের দাবি নাগরিক পরিষদের - Southeast Asia Journal

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আইন সংশোধনের দাবি নাগরিক পরিষদের

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পার্বত্য চট্টগ্রাম চুক্তি ও ভূমি কমিশন আইন সংশোধন করে সকল সম্প্রদায়ের অধিকার সুনিশ্চিত করার আহবান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দ। একই সাথে পার্বত্য চট্টগ্রামের বসবাসকারী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পাহাড়ে সেনাক্যাম্প বৃদ্ধির দাবি তোলেন নেতৃবৃন্দ।

গত শনিবার (১৮ ডিসেম্বর) রাঙামাটি শিল্পকলা একাডেমীতে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের রাঙামাটি জেলা সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

মহিলা পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি ছালেহা আক্তার এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজি মুজিবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলমগীর কবির, স্থায়ী কমিটির সদস্য এডভোকেট পারভেজ তালুকদার, রাঙামাটি জেলা সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, স্থায়ী কমিটির সদস্য আনিসুজ্জামান ডালিম, মহিলা পরিষদের কেন্দ্রীয় সভানেত্রী সালমা আহমেদ মৌ, সাংগঠনিক সম্পাদক মোর্শেদা আক্তারসহ নাগরিকপরিষদের অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।