দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া চার তরুণী - Southeast Asia Journal

দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া চার তরুণী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

অবৈধ পথে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণী দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

তরুণীরা হলেন- জুঁই আক্তার শাহিনুর (২৪), রওশন আরা (২২), রওশন আরা সাথী (২৫) ও নাসরিন শামীম (২৩)। তারা সাতক্ষীরা, নারায়ণগঞ্জ ও বাগেরহাট জেলার বাসিন্দা।

জানা গেছে, দালালের খপ্পরে পড়ে এক বছর আগে অবৈধ পথে তারা ভারতে পাড়ি জমায়। ভারতের হায়দ্রাবাদে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে কো-রেসকিউ নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহম্মেদ জানান, যশোর জাস্টিজ অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের জিম্মায় নিয়েছে। পরবর্তীতে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

You may have missed