আরব সাগর থেকে ৪০ লাখ ডলারের হেরোইন জব্দ - Southeast Asia Journal

আরব সাগর থেকে ৪০ লাখ ডলারের হেরোইন জব্দ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আরব সাগর থেকে তিনশ ৮৫ কিলোগ্রাম (৮৪৯ পাউন্ড) হেরোইন জব্দ করেছে। জানা গেছে, হেরোইনের আনুমানিক মূল্য ৪০ লাখ ডলার। এই অঞ্চল থেকে এই প্রথম একই সঙ্গে এতো বিপুল পরিমাণ মাদক জব্দ করা হলো বলে জানিয়েছেন নৌ কর্মকর্তারা। এবিসি নিউজের এক প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।

ইউএসএস টেম্পেস্ট ও ইউএসএস টাইফুন নামের জাহাজ মধ্যপ্রাচ্যের জলসীমায় চলমান একটি মাছ ধরার নৌকা থেকে মাদকগুলো জব্দ করে। আন্তর্জাতিক টাস্ক ফোর্স এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে চলতি সপ্তাহের সোমবার এগুলো জব্দ করা হয়।

এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের টাস্কফোর্স টহল জোরদার করেছে। এ বছর তারা প্রায় ২০ কোটি ডলারের মাদক জব্দ করে। গত চার বছরেও এতো মাদক উদ্ধার হয়নি এই এলাকা থেকে।