মিয়ানমারের স্বাধীনতা দিবসে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান জানালো ঢাকা - Southeast Asia Journal

মিয়ানমারের স্বাধীনতা দিবসে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান জানালো ঢাকা

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় শুভেচ্ছাসহ এ আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটার পেজে পোস্ট করা বার্তায় বলা হয়, মিয়ানমারের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বাংলাদেশের জনগণ। মিয়ানমারের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করছে বাংলাদেশ।

এতে বলা হয়, ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণ মিয়ানমারের জনগণের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে অটল রয়েছে। এ সম্পর্ককে আরো এগিয়ে নিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ।

বার্তায় বাংলাদেশে অস্থায়ীভাবে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের তাদের জন্মস্থান রাখাইনে দ্রুত, স্বেচ্ছায়, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্টে নৃশংস সেনা অভিযানের মুখে ৭ লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগেও নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে অবস্থান করছিল প্রায় ৪ লাখ রোহিঙ্গা। এখন পুরোনো ও নতুন মিলিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ।

প্রথম থেকেই বাংলাদেশের লক্ষ্য ছিল যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো। এ লক্ষ্যে ২০১৭ সালের নভেম্বরে মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তি সই করেছিল বাংলাদেশ। তবে, এখন পর্যন্ত একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি।