দূর্গম সাজেকে সেনাবাহিনীর কাছ থেকে পাঁচ শতাধিক শীতবস্ত্র পেল পাহাড়ীরা
 
                 
নিউজ ডেস্ক
রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে আশে-পাশের বিভিন্ন দূর্গম এলাকার পাঁচ শতাধিক দরিদ্র, দুঃস্থ, পাহাড়ি ও বাঙালী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি সেনা রিজিয়নের বাঘাইহাট জোন।
সোমবার (১৭ জানুয়ারী) সকাল দশটায় বাঘাইহাট বাজার মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এসময় বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুনতাসীর রহমান চৌধুরী, খাগড়াছড়ি এএসইউ ডেট কমান্ডার লেঃ কর্ণেল এমএম শফিকুর রহমান, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরন শেষে রিজিয়ন কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পাহাড়ের অসহায় ও দুঃস্থ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে সেনাবাহিনী সবসময় আছে, শান্তি ও সম্প্রিতির স্বার্থে সবাইকে মিলেমিশে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা পাঁচ শতাধিক মানুষকে শীতবস্ত্র দিয়েছি। ধাপে ধাপে এই প্রক্রিয়া চলমান থাকবে।
