বান্দরবানে ৩ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক
নিউজ ডেস্ক
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশ অভিযান পরিচালনা করে ৩হাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারি রোহিঙ্গাকে আটক করেছে।
সুত্রে জানা যায়, ৯ ফেব্রুয়ারী (বুধবার) সন্ধ্যা ৬টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা নাইক্ষ্যংছড়ি থানার ৩নং ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর টিভি টাওয়ার এর বিপরীত অভিযান পরিচালনা করে।
এসময় একটি সিএনজি চালিত অটোরিক্সা তল্লাশি করার সময় গাড়ীতে থাকা দুজনকে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৩হাজার পিছ ইয়াবা উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ৯ লক্ষ টাকা। পুলিশ আরো জানায়, আটকৃত আসামী রশিদ উল্লাহ এর পুত্র মো.আয়াছ (২৫) এবং দ্বীন মোহাম্মদ এর পুত্র জাফর আলম (৩২) দুইজনই রোহিঙ্গা নাগরিক এবং উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. সোহাগ রানা জানান, নিয়মিত যানবাহন তল্লাশির অংশ হিসেবে আমরা সড়কে যানবাহন চেক করার সময় ৩হাজার পিছ ইয়াবাসহ রোহিঙ্গা নাগরিক মো.আয়াছ এবং জাফর আলমকে আটক করেছি। আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।