মালিতে যৌথ সামরিক অভিযানে ৩০ জঙ্গি নিহত - Southeast Asia Journal

মালিতে যৌথ সামরিক অভিযানে ৩০ জঙ্গি নিহত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

মালিতে ফ্রান্স-নেতৃত্বাধীন সামরিক বাহিনীর যৌথ অভিযানে অন্তত ৩০ জঙ্গি নিহতের খবর পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ফরাসি সামরিক বাহিনীর এক বিবৃতিতে সপ্তাহব্যাপী পশ্চিম আফ্রিকার এই দেশটিতে অভিযানে নিহত এবং ক্ষয়ক্ষতির এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স এর।

গণমাধ্যমটি জানিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি প্রধান অভিযান চালানোর সময় ড্রোনের মাধ্যমে মোটরবাইকে একদল যোদ্ধার অবস্থান শনাক্ত হয়। প্রায় ২০ জন সন্ত্রাসীর বিরুদ্ধে ইউরোপীয় এবং মালির সামরিক বাহিনীর যৌথ অভিযানের সময় একটি মিরেজ-২০০০ যুদ্ধ বিমান ব্যবহার করা হয়।

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে জঙ্গিদের ব্যবহৃত কয়েক কেজি বিস্ফোরকবোঝাই গাড়ি, অস্ত্র এবং মোটরসাইকেল অভিযানে ধ্বংস করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। মালি এবং ফ্রান্সের সম্পর্কের চলমান উত্তেজনার মাঝেই গত ১ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ওই অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, আফ্রিকার এই দেশটিতে ফ্রান্স এবং ইউরোপীয় মিত্রদের সৈন্য উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। মালিতে ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে কি-না সে বিষয়ে আগামী সপ্তাহে ইউরোপীয় মিত্ররা সিদ্ধান্ত নেবে। গত বছরের অভ্যুত্থানের মাধ্যমে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মালির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বে আসা চোগুয়েল মাইগা সোমবার ফ্রান্সের তীব্র সমালোচনা করেছেন।