ভারতে দুই বছরে অর্থনৈতিক সমস্যায় আত্মহত্যা করেছেন ২৫ হাজার মানুষ - Southeast Asia Journal

ভারতে দুই বছরে অর্থনৈতিক সমস্যায় আত্মহত্যা করেছেন ২৫ হাজার মানুষ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতে অর্থনৈতিক সমস্যার কারণে ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে আত্মহত্যা করেছেন ২৫,২৫১ জন।

বুধবার সংসদে বেকারত্ব সংক্রান্ত আলোচনার ভাষণে এমনই জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

আত্মহত্যাকারীদের মধ্যে ৯,১৪০ জন বেকারত্ব এবং ১৬, ০৯১ জন দেউলিয়া কিংবা ঋণে জর্জরিত হয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি কেন্দ্রীয় সরকারের। আত্মহত্যা সংক্রান্ত এই তথ্য তুলে ধরেছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)।

এনসিআরবির তথ্য বলছে, করোনার মহামারির প্রথম স্ফীতিতে অর্থাৎ ২০২০ সালে বেকারত্বের কারণে আত্মহত্যার সংখ্যা বেড়েছে অনেকটাই। ২০১৮ ও ২০১৯ সালে বেকারত্বের কারণে আত্মঘাতী হন যথাক্রমে ২,৭৪১ ও ২,৮৫১ জন। ২০২০ সালে এই সংখ্যা বেড়ে হয় ৩,৫৪৮। ২০২০ সালে দেউলিয়া হয়ে যাওয়ার কারণে আত্মহত্যা করেন ৫,২১৩ জন।