শেরপুর সীমান্ত থেকে এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ - Southeast Asia Journal

শেরপুর সীমান্ত থেকে এক কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

শেরপুরের সীমান্ত এলাকা থেকে জয়নাল আবেদীন (৫০) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইগাতীর কাংশা ইউনিয়নের তাওয়াকোচা ভারত-বাংলাদেশ ১১০০ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে ভারতের বেলাবর বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে ধরে নিয়ে যান।

জয়নাল আবেদীন শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খারামোড়া গ্রামের মৃত শাহ আলী ফকিরের ছেলে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এতথ্য নিশ্চিত করেছে বিজিবি।

জয়নাল আবেদীনের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গরুর জন্য ঘাস কাটতে যান জয়নাল আবেদীন। সন্ধ্যায় তারা জানতে পারেন বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গেছেন। পরে পরিবারের পক্ষ থেকে বিজিবি সদস্যদের বিষয়টি জানানো হয়। এ নিয়ে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএসএফ জানিয়েছে, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে ডালু থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইগাতী উপজেলার নকশী সীমান্ত ফাঁড়ির কোম্পানী কমান্ডার সুবেদার মো. আব্দুল হাই বলেন, ‘জয়নাল আবেদীনকে ভারতীয় আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তিনি হাজতে আছেন।’