দুর্গম পার্বত্য অঞ্চলেও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করা হয়েছে: টেলিযোগাযোগমন্ত্রী
![]()
নিউজ ডেস্ক
দুর্গম পার্বত্য অঞ্চল, দ্বীপ, চর ও হাওরে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
বৃহস্পতিবার টাঙ্গাইলের মধুপুরের দুর্গম পাহাড়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মোস্তাফা জব্বার বলেন, ২০২৩ সালের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে। এরই মধ্যে ১৯০টি ইউনিয়ন ছাড়া দেশের প্রতিটি ইউনিয়নসহ দুর্গম পার্বত্য অঞ্চল, দ্বীপ, চর ও হাওরে উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আম্বার আইটি’র উদ্যোগে মধুপুরের গারো জনগোষ্ঠী অধ্যুষিত কয়েকটি গ্রামে এই সংযোগ প্রদান করা হয়। প্রত্যন্ত পাহাড়ি গ্রামে ইন্টারনেট সংযোগ না থাকায় গ্রামবাসীর আকুতি বিষয়ে দৈনিক একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের পর বেসরকারি প্রতিষ্ঠানটি বাণিজ্যিকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের এই উদ্যোগ গ্রহণ করে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মধুপুরের দুর্গম পাহাড়ি অঞ্চলসহ সকল দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক চালু করার আশ্বাস দেন।
তিনি বলেন, প্রযুক্তিতে শত শত বছর পিছিয়ে থাকা এই জাতি আগামী দশ বছরে পৃথিবীর কোনো দেশ থেকে এক চুলও পিছিয়ে থাকবে না। আমরা এরই মধ্যে ফাইভ-জি উদ্বোধন করেছি। কৃষি, মৎস্য চাষ ও শিল্প বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে ফাইভ-জি হবে এগিয়ে যাওয়ার বড় হাতিয়ার।