বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটির বিভিন্ন বিদ্যালয়ের সেনাবাহিনীর বই বিতরণ
নিউজ ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিব উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলার শিক্ষা ব্যবস্থার মানােন্নয়নে বিভিন্ন বিদ্যালয়ের লাইব্রেরীর জন্য বই বিতরণ করেছে সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন।
দিবসটি উপলক্ষ্যে সকালে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার মানােন্নয়নের অংশ হিসেবে গৃহীত পদক্ষেপের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর রাঙ্গামাটি রিজিয়ন কর্তৃক ৫টি বিদ্যালয়ের লাইব্রেরীর জন্য বই প্রদান কর্মসূচীর আয়ােজন করা হয়।
এ সময় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেলে ইমতাজ উদ্দিন রাঙ্গামাটি পার্বত্য জেলার ৫টি বিদ্যালয়ে লাইব্রেরীর জন্য বই প্রদান করেন।
এসময় তিনি বলেন, “জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার মাধ্যমে দেশ ও জাতি গঠনে সম্মুখ ভূমিকা পালনে এগিয়ে আসার আহবান জানান”।
এছাড়াও তিনি পার্বত্য চট্টগ্রামের শিক্ষার প্রসারে সেনাবাহিনী কর্তৃক ভবিষ্যতে এধরনের আরও উন্নয়মূলক কর্মকান্ড পরিচালনার ব্যাপারে আশ্বাস প্রদান করেন।