সন্ত্রাসী মিলন চাকমার মৃত্যু ও পাহাড়ীদের বাড়ি-ঘর পোড়ানোর অজুহাতে সোমবার খাগড়াছড়িতে ইউপিডিএফের অবরোধ
 
                 
নিউজ ডেস্ক
গত ১৫ মার্চ খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় সেনা অভিযানে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সন্ত্রাসী মিলন চাকমাকে আটকের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধহয়ে সেখানেই মারা যায় সশস্ত্র এ ভয়ংকর সন্ত্রাসী।
এছাড়া একইদিন রাতে জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়িতে তাৎক্ষনিক টং ঘর বানিয়ে তাতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে সেখানে স্থানীয় বাঙালীদের দোষারোপকরা হয়।
এরপর সশস্ত্র সন্ত্রাসী মিলন চাকমার মৃত্যু ও পাহাড়ীদের বাড়ি-ঘর পোড়ানোর অজুহাতে আগামী রবিবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ। কিন্তু রহস্যজনক কারনে বিশেষ কারণ দেখিয়ে আবার তা পিছিয়ে ২১ মার্চ ঘোষণা করা হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ অবরোধ।
আজ শনিবার (১৯ মার্চ) দুপুরে জেলা ইউনিট ও সহযোগী সংগঠনের জরুরি সমন্বয় সভা শেষে ইউপিডিএফের প্রচার এবং প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি, জরুরি ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত গাড়ি এ অবরোধের আওতামুক্ত থাকবে।
সোমবার (২১ মার্চ) শান্তিপূর্ণ সড়ক অবরোধ সফল করতে বাস, ট্রাক, জিপ, সিএনজিচালিত অটোরিকশা, টমটম মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
