খাগড়াছড়িতে জেএসএস (এমএন লারমা) সমর্থিত পিসিপির ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত - Southeast Asia Journal

খাগড়াছড়িতে জেএসএস (এমএন লারমা) সমর্থিত পিসিপির ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সচেতন চাকমাকে সভাপতি, সোহাগ চাকমাকে সাধারণ সম্পাদক ও রিবেং চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট জেএসএস (এমএন লারমা) সমর্থিত পিসিপির খাগড়াছড়িসদর থানা কমিটির ৬ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে (১৯ মার্চ ২০২২) জেলা সদরের খাগড়াপুর কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা এবং দলীয় পতাকা উত্তোলন করেন পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি সদর থানা কমিটির বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সচেতন চাকমা।

“পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়নই একমাত্র সমাধান, জুম্ম জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ছাত্র ও যুব সমাজ অধিকতর সামিল হোন” – এই স্লোগানকে সামনে রেখে আজকের সম্মেলনে পাহাড়ী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিজয় চাকমা সঞ্চালনায় ও বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সচেতন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ও জনসংহতি সমিতি খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি প্রীতি খীসা, সাবেক ছাত্র নেতা ও জনসংহতি সমিতি খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি প্রত্যয় চাকমা, মহিলা সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ববিতা চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি রাজ্যময় চাকমা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর হতে পাহাড়ী ছাত্র পরিষদ জুম্ম জনগণের জাতীয় অস্তিত্ব ও জন্মভূমির অস্তিত্ব রক্ষার সংগ্রামে নিজেদের প্রত্যক্ষভাবে সরব রেখেছে।

অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস ও চুক্তিবিরোধী ইউপিডিএফের খুন, গুম, হত্যা ইত্যাদির বিরুদ্ধে সোচ্চার হওয়া সহ আগামী দিনের লড়াই সংগ্রামে, চুক্তি বাস্তবায়নের মহান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সবাইকে সোচ্চার হতে হবে।

পরে পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে সর্বসম্মতিক্রমে সচেতন চাকমাকে সভাপতি, সোহাগ চাকমাকে সাধারণ সম্পাদক ও রিবেং চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির প্যানেল উপস্থাপন ও শপথবাক্য পাঠ করান পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জগদীশ চাকমা।