রাঙামাটির কাপ্তাইয়ে বিজিবির মানবিক সহায়তা প্রদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে স্থানীয় গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে আর্থিক অনুদানসহ মানবিক সহায়তা প্রদান করেছে বিজিবির ওয়াগ্গাছড়া জোন।
সকালে ওয়াগ্গাছড়া জোন এর পক্ষ থেকে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

জোন অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব অনুদান বিতরণ করেন।
উক্ত অনুদান প্রদানকালীন সময়ে জোন অধিনায়ক স্থানীয় মেম্বার, হেডম্যান, কারবারী এবং দুস্থ ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন।
উল্লেখ্য, উক্ত কার্যক্রম সামাজিক দূরত্ব বজায় রেখে সম্পন্ন করা হয়।