রাঙামাটিতে সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত পিকনিক স্পট উদ্বোধন
নিউজ ডেস্ক
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত পিকনিক স্পট উদ্বোধন করা হয়েছে। সকালে কাপ্তাই নতুনবাজার সংলগ্ন রিভার ভিউ ক্যাপে পিকনিক স্পট উদ্বোধন করেন সেনাবাহিনীর কাপ্তাই জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ আনোয়ার জাহিদ।
এসময় তিনি বলেন, রাঙামাটির কাপ্তাই লেক, পাহাড় ও নদী প্রাকৃতি সৌন্দর্য ভরপুর। যেকোন পর্যটকের মনোমুগ্ধকর করবে রূপসী কাপ্তাই। কাপ্তাইকে সুন্দর রাখতে যার যার অবস্থান হতে কাজ করতে হবে। তিনি আরো বলেন, কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মাঝে যথাযথভাবে তুলে ধরতে পারলে এ অঞ্চলের অনগ্রসর জনসাধারনেরও অঅর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে।
পরে কাপ্তাই জোন সদরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের বিদায়ী জোন অধিনায়ক লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ।
এ সময় নবাগত জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নুর উল্লাহ জুয়েল, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, বিএসপিআই অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরীসহ সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।